ঘোড়াঘাট ইউনিয়নে নৌকার মনোনয়ন চান আসাদুজ্জামান ভুট্ট

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট ৪ নং ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের মনোনয়ন চান, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টু। সেই লক্ষ্য নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ নং ঘোড়াঘাট এলাকাসহ, বিভিন্ন ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ তরুণ নেতা।

তাকে নিয়ে প্রচারনায় সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ গণ মাধ্যমে। জন সংযোগ ও প্রচারণায় ইতিবাচক সাড়া মেলেছে সর্বমহলে। তাই তরুণ এই ছাত্রনেতাকে নিয়ে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নে সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও শহীদ পরিবারের সন্তান এস এম রবিউল ইসলাম রবি এ প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবন থেকেই, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন আসাদুজ্জামান ভুট্ট। লেখাপড়ার পাশাপাশি একেবারে তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক আদর্শ গড়ে তুলেন তিনি । কলেজ জীবনেই ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সমাজ সেবা মুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। ১/১১ এর রাজনৈতিক পট পর্রিবতনের পর দলের দুর্দিনে শেখ হাসিনার মুক্তি আন্দোলনসহ নানান আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন আসাদুজ্জামান ভুট্টু । তার রাজপথে সাহসী অবস্থানের ফলে তাকে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে অনেকবার। দলীয় কর্মকান্ডের পাশাপাশি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন সমান ভাবে ।

এ বিষয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আসাদুজ্জামান ভুট্টু বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। দলের সুসময়-দুঃসময়ে পাশে থেকেছি। রাজ পথে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি দলে সেটি মূল্যায়িত হবে। দলীয় মনোনয়ন পেলে নৌকার জয় নিশ্চিত করে ঘোড়াঘাট ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।

তিনি আরো জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নৌকার মনোনয়ন দেয়া হলে বিদ্রোহী প্রার্থী থাকার কারনে বিএনপির প্রার্থীর কাছে মাত্র ৭৫ ভোটে পরাজিত হই। এবারও দলের নীতি নির্ধারকরা নৌকার মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিলে আশা করি সফলকাম হতে পারবো এবং ভোটে জয় হবে ইনশাআল্লাহ।

ফেব্রুয়ারি ১০, ২০২১ at১৭:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমইউ/এমএসএইস