কালীগঞ্জে কৃষকদের নিয়ে পানি সাশ্রয়ী কৃষি প্রকল্পের উপর কর্মশালা

কালীগঞ্জে পানি সাশ্রয়ী কার্ষকারী কৃষি প্রকল্পের উপর কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। কর্মশালাতে উপজেলার দুই ইউনিয়নের ২০ টি গ্রামের কৃষক প্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গনমাধ্যমের কর্মীগন অংশ নেন।

জাপান ভিত্তিক শেয়ার দ্যা প্লানেট এ্যসোসিয়েশনের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে কর্মশালাতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।

কর্মশালার শুরুতে সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস জানান, জাপান ফান্ড ফর গ্লোবাল এর অর্থায়নে তারা পানী সাশ্রয়ী চাষাবাদে কৃষকের উদ্বুর্দ্ধ করতে কাজ করছেন। ইতিমধ্যে উপজেলার দুইটি ইউনিয়নে ২০ টি গ্রামের ৩০০ জন কৃষককে প্রশিক্ষন দেওয়া সহ জমির মাটি পরিক্ষা করানো হয়েছে। এবং কৃষকদের মাঠের ওই জমিতে পানী সাশ্রয়ী চাষের জন্য বিনা খরচে ১২৫ টি মিনি পুকুর কেটে দেওয়া হয়েছে। এছাড়াও তারা কৃষকদের ভার্মি কম্পোষ্ট সার তৈরি সহ নানা কাজে সহযোগীতা করে আসছেন।

কর্মশালাতে উপস্থিত কৃষকদের মধ্যে আশরাফুল ইসলাম ও কমলেশ শর্মা জানান, তাদের মাঠের ক্ষেতে পানি সাশ্রয়ী এ প্রযুক্তি গ্রহন করে তারা বেশ লাভবান হয়েছেন। প্রতি বিঘা জমিতে তারা প্রায় ৬ হাজার টাকা সাশ্রয় করতে পেরেছেন।

কর্মশালাতে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, বিআরডিবি কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা কৌশিক খান ও কৃষি কর্মকর্তা ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।