সোনারগাঁ পৌরবাসী ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

”মাদক ছাড়ো কলম ধরো, খেলা ধরো জীবন গড়ো”, “রাজনীতি যার যার শিক্ষা, সাংস্কৃতিক খেলাধুলা সবার”। এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফারিহা নিট টেক্স লিঃ এসোরোটেক্স গ্রুপের উদ্যোগে সোনারগাঁ পৌরবাসী ফ্রি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করে।

ফারিহা নিট টেক্স লিঃ এসোরোটেক্স গ্রুপের চেয়ারম্যান সিআইপি আলহাজ্ব ফেরদৌস ভূঁইয়া মামুনের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় পৌরসভা এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সোনারগাঁয়ের তারুণ্যের অহংকার সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেবের সুযোগ্য পুত্র ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, সোনারগাঁ পৌরসভার দুই মেয়র পদপ্রার্থী ছগীর আহাম্মদ এবং এ্যাড. ফজলে রাব্বী, কাউন্সিলর মোঃ রিপন, মহিলা কাউন্সিলর কামরুন্নাহার রিতা, সাবেক কাউন্সিলর মাইনউদ্দিন, খেলা পরিচালনা কমিটির সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদুসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের ব্যক্তি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ফাইনাল খেলায় ২নং ওয়ার্ডের খেলোয়াড়রা ৫নং ওয়ার্ডের খেলোয়াড়দেরকে পরাজিত করে বিজয়ী হয়।

জানুয়ারী, ৩০, ২০২১ at ১৭:০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/এমটি/এসএটি/এমআরএইস