ঘোড়াঘাটের বাঁশমুড়ী গ্রামকে ওয়াল্ড ভিশনের আদর্শ গ্রাম ঘোষনা

দিনাজপুরের উপজেলার ২ নং পালশা ইউনিয়নের বাঁশমুড়ী গ্রামকে পরিবেশ বান্ধব আদর্শ গ্রাম হিসেবে ঘোষনা করেছে বে-সরকারি সংস্থা দিনাজপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লিঃ। মঙ্ঘলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা করা হয়। রাস্তা-ঘাটের উন্নয়ন,বৃক্ষরোপন, ধর্ম,শিক্ষা,পয়নিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা খাদ্য,শিশু নিরাপত্তা, মাদকমুক্ত এবং বিনোদন সহ বিভিন্ন ভাল বৈশিষ্ট অর্জন করায় সংস্থাটি বাঁশমুড়ী গ্রামকে ২ নং পালশা ইউনিয়নের ২৭ টি গ্রামের মধ্যে পরিবেশ বান্ধব আদর্শ গ্রাম হিসেবে ঘোষনা করে।

আদর্শ গ্রাম হিসেবে ঘোষনা করেন দিনাজপুর ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ লিঃ এর এপিসি ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন। এ সময় বাঁশমুড়ী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও বাঁশমুড়ী ঊষার আলো বিদ্যালয়ের পরিচালক মোঃ আবু তাহের মন্ডল, ঘোড়াঘাটের এপি ম্যানেজার মিঃ রোনাল্ড গোমেজ, পিও মারিও মার্ডি এবং সংস্থার ঘোড়াঘাট পালশা ইউনিয়নের পিও মিঃ জেমস এবং উক্ত সংগঠণের সদস্যবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

জানুয়ারী, ২৭, ২০২১ at ১৬:২৮:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমউএএম/এমআরএইস