দুদকের পরিচয়ে পল্লী চিকিৎসককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা : আটক ২

দিনাজপুরের নবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশন-দুদকের কর্মকর্তা পরিচয়ে মশফিকুর রহমান নামের এক পল্লী চিকিৎসককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে দুইজন প্রতারককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নবাবগঞ্জ উপজেলার টুপিরহাট নামক বাজারে।

আটককৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার চককরিমপুর মাদারপাড়া গ্রামের ভুপতি চন্দ্র রায়ের ছেলে কাজল চন্দ্র রায় (২৫) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জালাদিপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান সজিব (৩০)।

আরও পড়ুন:
কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ার উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী
হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী
বেনাপোলে পৃথক অভিযানে ১৪৬৪ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বলেন, আটককৃত কাজল চন্দ্র রায় ও মশিউর রহমান সজিব তাদের অপর এক সঙ্গীকে নিয়ে টুপিরহাট নামক বাজারের ফার্মেসীতে যান। সেখানে তারা নিজেদেরকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে পল্লী চিকিৎস মুশফিকুর রহমানের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কথা বলে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করেন। এ সময় একজন কৌশলে পালিয়ে গেলেও আটক দুইজনকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আটককৃতদের কাছ থেকে দুদকের একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। গতকাল আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১৫ নভেম্বর, ২০২০ at ১৭:২৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসিজেএইচ/আরএইচ