জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে অনুদানের চেক বিতরণ

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এসময় ৮০টি পরিবারের মাঝে এককালীন অনুদান হিসাবে ৪ লাখ টাকার চেক ও স্বেচ্ছাসেবী ৩২ টি সংগঠনের মাঝে ৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
আরও পড়ুন:
পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
যুবলীগ নেতাসহ ৬ জনের ৩ মাসের কারাদন্ড
এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক ইমাম হাসিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, বে-সরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রমূখ।