পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গী
গ্রামে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঐ গ্রামের আব্দুল করিমের একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে এবং সে রাউতনগর রেডসান স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন:
শিবগঞ্জে নূর হোসেন দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
যুবলীগ নেতাসহ ৬ জনের ৩ মাসের কারাদন্ড
এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

জানা গেছে, ঘটনার দিন, দুপুর ১টার দিকে উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামের একটি কাঁচা রাস্তায় একদিক থেকে বাইসাইকেলে চড়ে শামীম আসছিল। অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় পড়ে যায়। ফলে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাওয়ার টিলার ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন,
ওসি জাহিদ ইকবালসহ পুলিশদল উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা
পুলিশের কাছে লাশ দাফনের অনুমতি চায়। তবে, সহ- পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

১০ নভেম্বর, ২০২০ at ১৭:০৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরএইচ