জাতীয় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন, পৌর অরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠান

‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে ও অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পৌর অরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা। ৩০ সেপ্টেম্বর বুধবার মহেশপুর পৌরসভার সম্মেলন কক্ষে এই পৌর অরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমানারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌর সভার সুযোগ্য মেয়র আব্দুর রশিদ খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মহেশপুর উপজেলার মেডিকেল ডাঃ আকবার নেওয়াজ মাহমুদ, মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ এসময় উপস্থিত ছিলেন।

আগামী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে উপজেলার প্রতিটি সেন্টারে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

৩০ সেপ্টেম্বর, ২০২০ at ১৫:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এমএএস