আজমপুরের দো’বিলা উন্নয়ন প্রকল্পে ইজারা দেওয়া হলেও দখলমুক্ত হয়নি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে অবস্থিত দোবিলা বিলটি ভূমি মন্ত্রণালয় থেকে মহেশপুর হালদারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতিকে ৬বছর মেয়াদী ইজারা দেওয়া হলেও অবৈধ দখলদারদের হাত থেকে বিলটি এখনও দখলমুক্ত হয়নি। ফলে ইজারাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

উল্লেখিত দোবিলায় প্রায় ২ হাজার ৭ শত বিঘা জমিতে জলকর বিদ্যমান। এ বিলটি কুক্ষিগত করতে খাস কালেকশানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

জানা যায়, গত ১ লা বৈশাখ ১৪২৭ থেকে ১৪৩২ বাংলা সন পর্যন্ত ভূমি মন্ত্রণালয় উন্নয়ন প্রকল্পের আওতায় মহেশপুর হালদারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ৬বছর মেয়াদী ২৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় বাৎসরিক ইজারা মূল্যে দোবিলা বন্দোবস্ত প্রদান করে।

গত ১৬ সেপ্টেম্বর বাংলা ১৪২৭ সনের ইজারা মূল্য, ভ্যাট এবং আয়কর পরিশোধ পূর্বক আজমপুরের বদ্ধ জলাশয় দোবিলার বিষয়ে মহেশপুর হালদারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাধন কুমার হালদারের সাথে চুক্তি সম্পাদন করা হলেও তিনি এখনও দোবিলার দায়িত্ব বুঝে পাননি।

২০ সেপ্টেম্বর, ২০২০ at ১৬:৫৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিএ/এমএএস