এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করলেন ডাঃ নাদির

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন ডাঃ সৈয়দ নাদির হোসেন। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেশ সরকার। এরপর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এবং হাসপাতালের সকল স্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে বরন করে নেন ডাঃ নাদির হোসেনকে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন তিনি।

এ সময় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাস, কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডাঃ শেখ ফরিদ আহমেদ, ডাঃ মশিউর রহমান, ডাঃ আব্দুস সালাম, ডাঃ খাদিজা নাহিদ ইভা, হারিসুর রহমান হিরু, অবসরপ্রাপ্ত ডাঃ মোনেম, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইলিয়াস আলী খান এডিন, ডাঃ নুরুল ইসলাম, ডাঃ নুরুল ইসলাম (২), ছাত্রলীগ নেতা নাহিদ রহমান, নিজামউদ্দীন সম্রাট প্রমুখ।
উল্লেখ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের (অর্থো বিভাগের) সহযোগি অধ্যাপক ডাঃ নাদির হোসেন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।

১০ সেপ্টেম্বর, ২০২০ at ১৭:০০:৫৫ (GMT+06)
দেশদর্পণ/আক/পিআরজে/এনআফটি