সুইট হোটেলের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম বাবলু করোনায় মৃত্যু

ঝিনাইদহ সুইট সুপার হোটেলের মালিক, জেলা হোটেল মালিক সমিতির সাবেক সভাপতি, ব্যাপারিপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল ইসলাম বাবলু আজ রাত ৮.১০ এ ঢাকা মহাখালির গ্যাস্ট্রোলিভার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।

গত মাসের ১ম সপ্তাহে তার শরিরে করোনা উপসর্গ দেখা দিলে টেষ্ট রেজাল্ট পজিটিভ আসে ফলে ঝিনাইদহ করোনা চিকিৎসা কেন্দ্রে দীর্ঘ ২২ দিন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ীতে ফেরেন। চলতি মাসের ২ তারিখে পুনরায় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।

৯ সেপ্টেম্বর বুধবার বাদ যোহর স্থানীয় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে পৌর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানা গেছে।

রেজাউল ইসলাম বাবলুর মৃত্যুতে জেলা বিএনপি সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান ও ঝিনাইদহ জেলা বিএনপি আহবায়ক এসএম মশিউর রহমান ও ঝিনাইদহ জেলা বিএনপি সদস্য সচিব এমএ মজিদ শোক প্রকাশ করেছেন।

০৯ সেপ্টেম্বর, ২০২০ at ১৯:৩৯:০১ (GMT+06)
দেশদর্পণ/আক/কেএল/এনআফটি