বিনামূল্যে সরকারি সার ও বীজ পেল হাকিমপুরের প্রান্তিক কৃষকরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিনামুল্যে মাশকালাই বীজ ও সার পেলো প্রান্তিক কৃষকরা।

মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্ত্বরে কৃষকের মাঝে ৫ কেজি মাশকালাই বীজ, ৫ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন।

কৃষি কর্মকর্তা বলেন, কৃষকরা মাশকালাই চাষ করে নিজেদের চাহিদা পুরণ করে দেশের চাহিদা পুরণ করবে। একারনে কৃষকদের মাশকালাই চাষে উদ্বুদ্ধ করতে সার ও বীজসমূহ বিনামূল্যে দেওয়া হচ্ছে।