শিবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ ও বাই সাইকেল বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ আয়োজনে বুধবার উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় এবং উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ এবং ভিক্ষুকদের মাঝে মালামাল সহ মুদির দোকান হস্তান্তর করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

বিতরণ শেষে তিনি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুধীবৃন্দদের সহিত একতমত বিনিময় সভায় মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সহকারী কমিনার (ভূমি) মৌলী মন্ডল, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারকনাথ কুন্ডু, প্রকৌশলী সিহাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে তিনি শিবগঞ্জ থানা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ওসি এস.এম বদিউজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) ছানোয়ার হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) হরিদাস মন্ডল।

দেশদর্পণ/আক/ডিডি/এমএআর