ঝিনাইদহে নতুন আক্রান্ত ১০, উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহে নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস থেকে এ ঘোষনা দেয়া হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো মোট ১৯৫ জন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৬৭ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১০ টি পজেটিভ। আর বাকিগুলো নেগেটিভ। আক্রান্তদের মধ্যে, সদর উপজেলায় ২ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, মহেশপুর উপজেলায় ৩ জন রয়েছেন।

এ পর্যন্ত জেলাটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন।

এদিকে গত সোমবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের করোনার উপসর্গ নিয়ে মোস্তাক আহম্মেদ (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী মারো গেছেন। পরের দিন মঙ্গলবার সকালে একই গ্রাম হতে করোনার উপসর্গ নিয়ে আব্দুর রহমান (৭০) নামের আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাদের উভয়ের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয়েছে।