করোনায় আক্রান্ত মাশরাফী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

শনিবার মাশরাফীর ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে, জ্বর থাকায় গত বৃহস্পতিবার ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফী। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত হলেও জটিল কোনো উপসর্গ নেই মাশরাফীর। বাসাতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই পেসার।

আরও পড়ুন :
শিশুর করোনার লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ যা করবেন
কৃমির যন্ত্রণায় ভুগছেন? সহজেই মুক্তি মিলবে আট ঘরোয়া উপায়ে
মাস্ক না ফেস শিল্ড, করোনা প্রতিরোধে কোনটি কার্যকর?

এর আগে, গত ১৫ জুন করোনা পজিটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ; আক্রান্ত স্ত্রী সুমনা হক সুমির এক বোন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তাদের সংস্পর্শে না এসেই মাশরাফী করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।

করোনাভাইরাস সংকটের শুরু থেকেই নড়াইলের মানুষের সাহায্যার্থে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন মাশরাফী। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টানে ছিলেন দুই সপ্তাহ। চলাফেরায় সাবধানতা অবলম্বন করলেও রক্ষা পেলেন না ভাইরাসটির ছোবল থেকে।

এদিকে, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।

জুন ২০, ২০২০ at ১৯:২৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর