কেশবপুরের কাটাখালি-সানতলা সড়কের উপর বালির ব্যবসা, অহরহ ঘটছে দূর্ঘটনা

যশোরের কেশবপুর উপজেলার কাটাখালি টু সানতলা সদ্য নির্মিত সড়কের উপর স্বরূপপুর নামক স্থানে বালি রেখে ব্যাবসা করা হচ্ছে। যার ফলে প্রতিনিয়িত ঘটছে দূর্ঘটনা।

জানাগেছে, উপজেলার কাটাখালি টু সানতলা সড়কের উপর স্বরূপপুর নামক স্থানে প্রভাবশালী ব্যাক্তিরা বালি রেখে ব্যাবসা করছে। সড়ক আটকিয়ে বালি রাখার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে দারুনভাবে বিগ্ন ঘটছে। যার ফলে প্রতিনিয়িত ঘটছে দূর্ঘটনা।

আরও পড়ুন:
ছেলের সামনে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালো স্বামী
মার্কিন সংবাদিক রিচি‘কে প্রেসিডেন্ট হাউজেই ধর্ষণের অভিযোগ
সাংবাদিক পরিচয়দানকারী ডাক্তার সেলিম ফেন্সিডিলসহ আটক

তাছাড়া সড়কের যে অংশে বালি রাখা হচ্ছে তার অপর অংশে সড়কে ভাংঙ্গন ধরেছে। এলাকাবাসি কাটাখালি টু সানতলা সড়কের উপর বালি সরানোর জন্য অনুরোধ করলেও তারা কোনরূপ কর্নপাত করেননি।

এ ব্যাপারে সড়ক দূর্ঘটনা ও ভাংগনের হাত থেকে সদ্য নির্মিত কাটাখালি টু সানতলা সড়ক রক্ষার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসি।

জুন ০৬, ২০২০ at ২০:৫৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিকে/তআ