প্রথমবারের মতো এক রোহিঙ্গার করোনায় মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত এক রোহিঙ্গা বৃদ্ধের (৭১) মৃত্যু হয়েছে। সোমবার রাতে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো রোহিঙ্গার মৃত্যুর ঘটনা। খবর ইউএনবির।

আরও পড়ুন :
করোনা দুর্বল হয়নি, আগের মতোই শক্তিশালী : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে
কোন দেশ কবে, করোনামুক্ত হবে?

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া জানান, ইতিমধ্যে বিভিন্ন বয়সের বেশ কয়েকজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ক্যাম্পের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় এক বৃদ্ধ মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, দেশে সোমবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন, যাদের মধ্যে মারা গেছেন ৬৭২ জন।

জুন ০২, ২০২০ at ১৪:৪২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/সকা/এমএআর