এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে

প্রতিবারের ন্যায় এবারও এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে অবস্থান করেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৯জন গোল্ডেন জিপিএ-৫সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। মোট ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

আরো পড়ুন:
এসএসসি‘তেও জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ জুবায়ের ভবিষ্যতে পদার্থ বিজ্ঞানী হতে চায়
ঈদের আগেই বিকাশে সাড়ে ১২ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি
পরীক্ষায় অকৃতকার্যের খবরে ছাত্রীর আত্মহত্যা !

অন্যান্য বারের ন্যায় এ বছরওফলাফলে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ফলাফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান জানান, ক্যাডেটদের অক্লান্তপরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

জুন ০১, ২০২০ at ১৪:০১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কেএল/আরএইচ