ইউনাইটেডের করোনা ইউনিটের আগুনে মৃত ৫

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচজন রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে তিনজনের করোনা পজেটিভ ছিল। বাকি দুজনের ছিল না।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ জানান, মূল ভবন থেকে আলাদা করে নির্মিত চার রুমের আইসোলেশন ইউনিট গড়ে তুলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চারজন পুরুষ ও এক নারী ছিলেন।  তারা আইসোলেশনে ছিলেন। আহত আর কেউ নেই।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।