রাণীশংকৈলে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

চলমান প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলা স্থাসীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ঠাকুরগাঁও জেলা পরিষদ নিরলসভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী স্কুলে জেলা পরিষদের পক্ষ থেকে ১৭০টি কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী চাল, সেমাই, চিনি, সুজি, তেল, গুড়াদুধ সম্মিলিত প্যাকেট দেয়া হয়।

আরো পড়ুন :
করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু : দাফন সম্পন্ন
সৌদি আরবে রবিবার ঈদ
বিমান দুর্ঘটনায় মডেল জারা আবিদের মৃত্যু

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগেরসহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, জেলা পরিষদের সদস্য এখলাসুর রহমান লিটন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার (হরিপুর) রবিউল ইসলাম সবুজ, প্রতিবন্ধী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিক হাসান ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। এ সময় সাবেক সাংসদ উপস্থিত সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা সম্পর্কে বিভিন্ন সর্তকতামূলক পরামর্শ দেন।

মে ২৩, ২০২০ at ১৩:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এইচকে/এএডি