ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে শিবগঞ্জে কৃষকের ব্যপক ক্ষতি সাধন

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বৃষ্টিসহ ঝড়ো বাতাস শুরু হয়। বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত টানা বৃষ্টিসহ ঝড়ো বাতাস বয়ে যায়। এর ফলে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকের কৃষি জমির ধান পড়ে যায় এবং অনেক জায়গায় কৃষকের জমির ধান পানি নিচে তলিয়ে যায়।

আরো পড়ুন :
শিবগঞ্জে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে ৩জন আহত, থানায় মামলা
ঠাকুরগাঁওয়ে পাট উৎপাদনে কৃষকদের আগ্রহ নেই, শাক হিসেবে কদর বেশি !
শিবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী ও শ্বাশুড়ী আটক

ঝড়োবৃষ্টি বাতাসের কারণে শিবগঞ্জ উপজেলা পিরব-নাগর বন্দর রোডে, শিবগঞ্জ-মহাস্থান রোডের তেঘরি নামক স্থানে গাছ উপরে রাস্তার উপরে যান চলাচলের বিঘ্ন ঘটে। ধামাহার গ্রামের কৃষক আজমল হোসেন বলেন, সে এ বছর ৪ বিঘা জমিতে বোরো ধান রোপন করেছে। তার দেড় বিঘা জমির ধান ঝড়ো-বৃষ্টিতে পড়ে যায়, সে বর্তমানে চিন্তিত রয়েছেন। একই গ্রামের কৃষক রেজাউল করিম তিনি বলেন, তার জমির ধানও পড়ে গিয়েছে। এই ঝড়োবৃষ্টির কারণে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এদিকে গত বুধবার রাত ৮টার পর থেকে উপজেলায় এ রির্পোট লেখ পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার শিবগঞ্জ কৃষি অফিস থেকে কৃষকদেরকে পাকা ধান কাটার জন্য মাইকিং সহ প্রচার প্রচারনা চালানো হয়েছে।

মে ২১, ২০২০ at ১৭:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এএডি