দুমকিতে ঈদ মার্কেট বন্ধ, অর্ধশতাধিক কাপড়ের দোকান সিল

করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিৎ করার লক্ষ্যে পটুয়াখালীর সকল ঈদ-মার্কেট, শপিংমল, বিপনী বিতান বন্ধের ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন। এ ঘোষনার আলোকে মঙ্গলবার (১৯ মে) পটুয়াখালীর দুমকিতে ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতিরেকে সকল দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমান আদালতের টিম শহরের সকল দোকান-পাট বন্ধ করে দেন এবং প্রায় অর্ধশতাধিক কাপড়ের দোকান সিলগালা করে দেন।

আরো পড়ুন :
লালপুরে অসহায়দের খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক
গাইবান্ধায় নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রকাশের দাবি সিপিবির
বাড়ি বাড়ি সবজির বীজ ও চারা নিয়ে চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগ

এসিল্যান্ড আল-ইমরান জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা ফুল লকডাউন থাকবে। সকল ধরনের যানবাহন চলাচল বন্ধে আরও কঠর পদক্ষেপ গ্রহন করা হবে।

মে ১৯, ২০২০ at ১৭:২৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কেইউ/এএডি