বাড়ি বাড়ি সবজির বীজ ও চারা নিয়ে চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগ

যশোরের চৌগাছায় সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বসত বাড়িতে বিভিন্ন সবজির বীজ এবং চারা রোপণ কার্যক্রম হাতে নিয়েছে।
চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগের আবহায়ক আকরামুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা এই কর্মসূচী বাস্তবায়ন করছে।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, যার যতটুকু বাড়ির আশপাশে ফাঁকা জায়গা আছে সে গুলো না ফেলে রেখে সেখানে শাক-সবজি চাষ করুন। ভবিষ্যত খাদ্য সংকট যেন না হতে পারে সেই লড়াই করুন। এ দেশের উর্বর মাটি আপনাকে খাদ্যের যোগান দিতে প্রস্তুত হতে হবে।

আরো পড়ুন :
৩৫০০ পরিবারকে ত্রাণ দিয়েছেন সাবেক সংসদ সদস্য কামাল
করোনা : দেশে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫১
কোটচাঁদপুর পৌর বিএনপি’র আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ

সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা খাদ্য সামগ্রী ও ফ্রী সবজি বিতরণ এর পাশাপাশি যার যার বসত বাড়িতে পতিত যায়গা আছে সেখানে নিজ উদ্যোগে ডাটা, লালশাক, পুইশাক, ঢেড়স, করল্লা, কলা, পেঁপে, মিস্টি কুমড়া, লাউ, ধনে পাতা বেগুন, টমেটো ইত্যাদির বীজ বপন ও চারা রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সার্বিক কাজ বাস্তবায়নে পরামর্শ দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসাইন এবং সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু। এ সময় তিনি আরো বলেন আমি ছাত্রলীগ এর সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের কল্যানে সব সময় কাজ করে যাওয়ার জন্য।

মে ১৯, ২০২০ at ১৬:৩৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমই/এএডি