রাজশাহী বিভাগে করোনা শনাক্ত হলো সোয়া ৩’শ, সুস্থ ৬৬ এবং মৃত ৩

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৫ জন।
রবিবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জন। তবে সন্ধ্যায় রাজশাহী ও বগুড়ার ল্যাবে রিপোর্ট পাওয়া গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন :
ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
পাইকগাছায় জ্বর ও শ্বাসকষ্টে মৃত ব্যক্তিসহ ২৮ জনের করোনা নেগেটিভ
পাইকগাছায় বোরো ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন

তবে আক্রন্তদের মধ্যে সবচেয়ে আক্রান্ত বেশি রোগী জয়পুহাটে। সেখানে রোববার দুপুর পর্যন্ত ছিল ৮৭ জন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে নওগাঁ। সেখানে রোগী ৮৩ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৫ জন।
গতকাল শনিবার সকালেও বগুড়াে রোগী ছিলো ৬১ জন। সেটি কাল সন্ধ্যায় বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।

এছাড়াও রাজশাহীতে ২০, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নাটোরে ১৩ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে তিনজন। তাদের মধ্যে একজন রাজশাহীর, নাটোরের এবং জয়পুরহাটের।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এরপর এখন পর্যন্ত বিভাগের আট জেলায় মোট ৩২৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৬ জন। আর মারা গেছেন তিনজন।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ১১০ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন হোম আইসোলেশনে।

মে ১৭, ২০২০ at ১৯:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/জেএন/এএডি