আহত বাস হেলপার গোলাম রসুলের পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী দিল ছাত্রলীগ

যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় প্রায় পঙ্গুত্ববরণকারী বাসের হেলপার গোলাম রসুলের অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

গোলাম রসুলের নিয়ে শুক্রবার জনপ্রিয় নিউজ পোর্টাল দেশদর্পণ ও দৈনিক নওয়াপাড়া পত্রিকায় খুব গুরুপ্ত সহকারে সংবাদ প্রকাশ করা হয়। এতি মধ্যে আহত গোলাম রসুলের চিকিৎসার সকল খরচ মনোয়ারা ফাউন্ডেশন কতৃপক্ষ বহন করার মত প্রকাশ করেছেন।সংবাদ প্রকাশের পর ছাত্রলীগ নেতা রুবেল হুসাইনের নেতৃত্বে বিল্লাল হোসেন, আবিদুজ্জামান জিসানসহ নেতাকর্মীরা ওই বাড়িতে উপস্থিত হয়ে ১ বস্তা চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি তেল, পেঁয়াজ ২ কেজি, রসুন ১ কেজি, অধা কেজি কাঁচা মরিচ, সেমাই ১ কেজি, চিনি ১ কেজি, হুইল পাউডার ১ কেজি, সাবান ২টি, আটা ২ কেজি, লবণ ১ কেজি ও শাক সবজিসহ ১ মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন।

আরো পড়ুন :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত
চাল উৎপাদনে তৃতীয় স্থান হতে যাচ্ছে বাংলাদেশ
চট্টগ্রামে যাকাতের টাকা ভাগ করা নিয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ছাত্রলীগ নেতা রুবেল হুসাইন বলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর উদ্যোগে আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা এক মাসের খাদ্য সামগ্রী নিয়ে আহত গোলাম হোসেনের পরিবারের সাথে দেখা করেছি। এছাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।এ সময় গোলাম রসুলের পিতা মাতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে খাদ্য সামগ্রী গ্রহন করেন।

মে ১৬, ২০২০ at ১৮:৩২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এএডি