পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ মারার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে পূর্বশত্রুতার জের ধরে রাতে পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ মে) রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুকুর মালিক গোলাম মাওলা বাদী হয়ে রবিবার (১০ মে) থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আরো পড়ুন :
বসুন্দিয়ায় ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন এমপি নাবিল
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিল ইসলামী বিশ্ববিদ্যালয়
রুদ্রপুরে লাশ নিয়ে নোংরা রাজনীতি : ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল জব্বারের পুত্র কাজি গোলাম মাওলা ও আপন চাচাতো ভাই আব্দুল খালেকের পুত্র ফজলুল হক বাদশা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফজলুল হকের সাথে গোলাম মাওলার বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার পর ওই রাতেই কোনো একসময় তার বাণিজ্যিকভাবে চাষকৃত পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার ধারণা করেন তিনি। গোলাম মাওলা বাদী হয়ে উলিপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে পরিদর্শন শেষে উলিপুর থানার এএসআই বুলবুল ইসলাম বলেন, তদন্তশেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মে ১০, ২০২০ at ১৭:৩০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসই/এএডি