সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন ২৪ কারাবন্দী

কুষ্টিয়ায় সাধারণ ক্ষমায় ২৪ কারাবন্দী মুক্তি পেয়েছেন। করোনা ভাইরাসের কারণে অতিরিক্ত বন্দীর চাপ কমাতে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে শনিবার (৯ মে) বিকেলে জেলা কারাগার থেকে এই ২৪ বন্দীকে মুক্তি দেIয়া হয়।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার জাকের হোসেন গণমাধ্যমকে জানান, করোনা ভাইরাস বিস্তারের কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতা বলে সরকার লঘুদণ্ডে দণ্ডিত কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৫৯ জন বন্দীর সাজা মওকুফ করেছেন।

এর অংশ হিসেবে শনিবার বিকেলে তৃতীয় ধাপে কুষ্টিয়ার এই কারাগার থেকে ২৪ জন বন্দীকে মুক্তি দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে প্রত্যেক কারামুক্তকে যাতায়াত ভাড়া হিসেবে এক হাজার করে টাকা প্রদান করা।