শিবগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিট : আহত ২

বগুড়ার শিবগঞ্জ সরকারী লীজ নেওয়া পুকুরে জোরপূর্বকভাবে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দুজন আহত হয়েছেন ।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির বিলহামলা গ্রামের হায়দার আলীর পুত্র মোঃ আব্দুর রাজ্জাক গং ত্রিলোচ মৌজার ত্রিলোচ গ্রামে সরকারী খাস পুকুর লিজ নিয়ে দীর্ঘ ০৪ বছর পূর্ব থেকে মাছ চাষ করার এক পর্যায়ে ত্রিলোচ গ্রামে মুঞ্জুরুল ইসলামের বাড়ির পার্শ্বে পুকুর হওয়ায় গত ০৫ ই মে মুঞ্জুরুল ইসলাম গং ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে মাছ ধরার জালসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বকভাবে মাছ ধরতে গেলে আব্দুর রাজ্জাক গং বাধা দিলে ওৎ পেতে থাকা বাদেশ আলী বাচ্চু গং আর্তকিত ভাবে হামলা চালায় এবং আব্দুর রাজ্জাককে এলোপাথারিভাবে মারপিট করে।এসময় আব্দুর রাজ্জাক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে গ্রামাবাসি তাকে উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে ভার্তি করে দেয়। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে।

আরো পড়ুন :
চৌগাছায় অসহায় হয়ে পড়েছেন অলংকার কারিগররা
রায়পুরে অসহায় দুস্থদের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ
করোনা : গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৩৬, মৃত্যু ৮ ও সুস্থ হয়েছেন ৩১৩ জন

বিষয়টি নিয়ে আব্দুর রাজ্জাকের ভাই আব্দুল জলিল সাগিদারের সাথে কথা বললে তিনি বলেন, আমার ভাইয়ের নিকট থেকে মাঝে মধ্যেই মুঞ্জুরুল গং চাঁদা দাবি করে এবং পুকুর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। তাদের কথায় সাড়া না দেওয়ার কারনে তারা এই হামলা করে মারপিট করেছে। বিষয়টি ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

মে ০৯, ২০২০ at ১৭:১১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এএডি