কেশবপুরে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে হাজার হাজার গ্রাহক

যশোরের কেশবপুরে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হাজার হাজার মানুষ তাদের বিদ্যুৎবিল নিয়ে বিপাকে বিপাকে পড়েছেন।
জানাগেছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে বিলম্ব মাশুল ছাড়া ৩ মাসের বিদ্যুৎ বিল প্রদান করা যাবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন।

আরো পড়ুন :
শার্শায় ১১শ’ কর্মহীন পরিবারের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরন করলো বিজিবি
খাদ্য সচিবের চুয়াডাঙ্গা পরিদর্শন
কেশবপুরে সরকারি নির্দেশনা না মানায় ৭ ব্যবসায়িকে জরিমানা

কিন্তু যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় কেশবপুর জোনাল অফিস আগামী ১৬ মে এর মধ্যে বিদ্যুৎ বিল বিলম্ব মাশুল ছাড়া প্রদান করা যাবে বলে গত ৫ মে কেশবপুরে মাকিং করে। পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিস ছাড়া কোন ব্যাংকে বিদ্যুৎ বিল নিচ্ছে না। যার ফলে কেশবপুর উপজেলার হাজার হাজার গ্রাহক তাদের বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন।

পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসে বিদ্যুৎ বিল নিলেও সেখানে জনবল কম থাকায় বৃহস্পতিবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসে বিদ্যুৎ বিল গ্রহণ সেকশানে জনবল বৃদ্ধি ও কেশবপুর উপজেলার সকল ব্যাংকে বিদ্যুৎ বিল গ্রহণের দাবী জানিয়েছেন ভুক্তোভোগি পল্লী বিদ্যুতের গ্রাহকরা।

মে ০৭, ২০২০ at ১৯:০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এএডি