শার্শায় ১১শ’ কর্মহীন পরিবারের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরন করলো বিজিবি

খুুলনা-২১ বিজিবি শার্শা উপজেলার ৭টি বিওপি ক্যাম্প এলাকায় করোনাভাইরাসে সীমান্ত এলাকায় কর্মহীন ১১শ’ পরিবারের মধ্যে খাদ‍্য সামগ্রী বিতারন করেন। খাদ্য সামগ্রীর দাতা ছিল বিদ্যানন্দ নামে একটি বেসরকারী সংস্থা। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় এ খাদ্য সামগ্রী বিতরন শুরু হয়।

আরো পড়ুন :
খাদ্য সচিবের চুয়াডাঙ্গা পরিদর্শন
প্রধানমন্ত্রীর উপহার ও ত্রান সামগ্রী পৌঁছে দিলেন এমপি শিখর
অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন রাজু

খুলনা-২১ বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম পিএসসির নেতৃত্বে উপস্থিত ছিলেন ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই ইলাহী, উপ- অধিনায়ক মেজর সোহেল এবং এডি লিয়াকত হোসেন প্রমুখ।

খুলনা-২১ বিজিবির উপ অধিনায়ক মেজর সোহেল জানান, বিদ্যানন্দন ফাউন্ডেশন নামে একটি বেসরকারী সংস্থা আমাদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতারন করেছেন। সুষ্টু ভাবে বিতারনের জন্য ওই ফাউন্ডেশন বিজিবির সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতারন করেন। খাদ্য সামগ্রী বিতারন এলাকা ছিল, দৌলতপুর, পুটখালী, পাঁচভুলাট, অগ্রভুলাট, কায়বা, রুদ্রপুর।

মে ০৭, ২০২০ at ১৮:২৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমও/এএডি