এমপিওভুক্ত না হওয়ায় স্কুল শিক্ষকের আত্মহত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুয়েল আহম্মেদ (৩০) নামে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের এক শিক্ষক। বৃহস্পতিবার ভোরে উপজেলার জোতরাঘব এলাকার বাড়ির ছাদের পিলারে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে। জুয়েল আহম্মেদ উপজেলার জোতরাঘব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পটুয়াখালির কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন।

আরো পড়ুন :
করোনা আক্রান্ত রোগীকে প্রীতি উপহার পৌঁছে দিলেন অফিসার ইনচার্জ তোতা মিয়া
চৌগাছা উপজেলা যুবদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
জীবননগরে পিতা-পুত্রের বিরুদ্ধে এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করার অভিযোগ

পরিবারের সদস্যরা বলছেন, দেড় বছর আগে বিয়ে করেছিলেন ওই শিক্ষক। কিন্তু তার চাকরি এমপিওভুক্ত না হওয়ায় দাম্পত্য কলহ চরমে পৌঁছে। ছয় মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই শিক্ষক। এর আগেও চাকরি না হওয়া নিয়ে দুই দফা আত্মহত্যার চেষ্টা চালান তিনি। শেষে চাকরি হলেও তিনি এমপিওভুক্ত হতে পারেননি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এনিয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এনিয়ে অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

মে ০৭, ২০২০ at ১৭:১০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআর/এএডি