সিরাজগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের নেয় স্থবির হয়ে পড়ছে বাংলাদেশ, এর প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো। আর এই অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি ২০০৮ এর ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

বুধবার (০৬ মে) রাতে শিক্ষার্থীরা সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৬০টি পরিবারের মাঝে গিয়ে পৌঁছে দেন এই উপহার সামগ্রী।

আরো পড়ুন :
শিবগঞ্জে কিশোর গ্যাং লিডার যুবলীগ নেতা চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার
করোনা যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ্ : আজিজুল হক
১০ শতাংশ সুদে ৫ বছর মেয়াদে ৩ লাখ টাকা লোন

কার্যক্রম চলাকালীন সময়ে দেশে ও বিদেশে থাকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা জানান, দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাড়ানোর। পাশাপাশি তারা সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান করেন। তাদের এই উপহার সামগ্রী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

শিক্ষার্থীরা আরো জানান, আমাদের এই ক্ষুদ্র সহায়তাকে সাহায্য না বলে উপহার হিসেবে সকলের কাছে পৌঁছে দিয়েছি।

উপহার সামগ্রী মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, হাপ কেজি পেয়াজ, ১ কেজি লবণ ও ১টা সাবান ।

মে ০৭, ২০২০ at ১২:৩৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আআর/এএডি