সিরাজগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক উদ্যোগে মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী মোঃ হাফিজের অর্থায়নে করোনা প্রভাবে বেকার দুংস্থ অসহায় ৮০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকালে পূর্নিমাগাঁতী ইউনিয়নের তালতলা বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রান সামগ্রী বিতারন করা হয়।

আরো পড়ুন :
কাউন্সিলরের বিরুদ্ধে পছন্দের লোকদের রাতের অন্ধকারে ত্রাণ দেয়ার অভিযোগ !
এবার আমের ন্যায্য দাম নিয়ে আশঙ্কা করছেন রাজশাহীর আম চাষিরা
ফসলি জমিতে পুকুর খননের সময় ভ্রাম্যমান আদালতের অভিযান

এসময় পরিবারের সদস্য আব্দুল আজিজ, আব্দুল হান্নান, আব্দুল মালেক, আব্দুল খালেক, খাইরুল সালাম, শাহ-বিন আব্দল আজিজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী গ্রহিতাদের উদ্দেশে আব্দুল আজিজ বলেন, করোনা একটি মরণ ব্যাধী। সামাজিক সচেতনতা ছাড়া এর কোন ওষুধ নাই। তাই সবাই প্রশাসনের লকডাউন মেনে চলে ঘরে থাকবেন। আমাদের সরকার আপনাদের মত বেকার অসহায়দের পাশে আছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান।

তিনি আরো বলেন কিছুদিন ধৈর্য ধরেন, আশা করছি আল্লাহ পাক আমাদের সবার প্রতি সহায় হবেন। আর এখন সরকারী নির্দেশনায় সচেতনতায় জীবন-যাপন করা ছাড়া উপায় নেই।

মে ০৫, ২০২০ at ১৭:৫৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি