যশোরে স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন

যশোর জেলা, সদর ও পৌর কৃষকলীগের উদ্যোগে সোমবার (৪ মে) সকালে আরবপুর ইউনিয়নের মন্ডলগাতী মাঠে সাধারণ কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন হয়। যশোর জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড: সামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :
রামেক ভাইরোলজি বিভাগ ল্যাবে করোনা পরীক্ষা সক্ষমতা বাড়লো দ্বিগুন
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে দুই দফায় মুক্তি পেল ৯৮ বন্দী
মাগুরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রান বিতরণ

অনুষ্ঠানে বক্তব্য শেষে ধান কাটার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতীম সাহা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক বিনয় কুমার সাহা, কৃষি সম্প্রসারনের উপপরিচালক আক্তারুজ্জামান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা গোবিন্দ চন্দ্র বিশ্বাস, কৃষিকর্মকর্তা খালিদ সাইফুল্লাহ।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আয়ুব আলী। সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা লেন্টু, সাংগঠনিক সম্পাদক টিপু মাহমুদ জয়, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবু হাওলাদার প্রমুখ ।

মে ০৪, ২০২০ at ১৭:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএম/এএডি