জয়পুরহাটে আরও ৩ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জয়পুরহাটে মোট ৩১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেল।

বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য জানান। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ বছরের এক শিশু, কালাই উপজেলায় একজন ও আক্কেলপুরে একজন।

আরো পড়ুন :
করোনায় লোকশানে সিরাজগঞ্জের পোল্ট্রি খামারীরা
কিট পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র
চলছে লুকোচুরি, বাড়ছে মৃত্যুর মিছিল!

জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র জানায়, করোনা সনাক্ত তিনজনই ঢাকা থেকে সদর উপজেলা, কালাই ও আক্কেলপুরে নিজ নিজ বাড়িতে আসেন। স্থানীয় প্রশাসন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে। এর মধ্যে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথা দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার সকালে শজিমেক থেকে ৫৬ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তার মধ্যে তিনজনের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানান সিভিল সার্জন।

উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে, পাঁচবিবিতে দু’জন, কালাইতে ২৩ জন, আক্কেলপুরে ৩ জন ও সদর উপজেলায় ৭ বছরের এক শিশু।

করোনা আক্রান্ত শিশুটিকে পারিবারিক ভাবে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।

এপ্রিল ৩০, ২০২০ at ১৯:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআর/এএডি