কেশবপুরে অসহায় পরিবারের মাঝে শাহীন চাকলাদারের ইফতার সামগ্রী প্রদান

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অসহায় ২৬শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছেন। রবিবার দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট শাহীন চাকলাদারের পক্ষে উক্ত ইফতার সামগ্রী হস্তান্তর করেন তার চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু।

আরো পড়ুন :
শিবগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রামে ১১০টি পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে
গাইবান্ধায় ত্রাণের দাবিতে রাস্তায় ক্ষুধার্ত মানুষের অবস্থান

উপজেলা পরিষদ সম্মুখে ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। এসময় ২৬শত পরিবারের জন্য ১৩ শত কেজি তৈল, ১৩ শত কেজি চিনি, ১৩ শত কেজি পেয়াজ, ২৬ শত কেজি ছোলা ও ২৬ শত কেজি চিড়া প্রদান করা হয়।

৩য় দফায় যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৫ হাজার ১ শত পরিবারের জন্য চাউল, ডাউল, আলু, পেয়াজ, সাবান, তেল-সহ খাদ্যসামগ্রী প্রদান করেন। এসময় তিনি ৫ হাজার মাস্ক, ১ হাজার তিন শত পিচ হ্যান্ড স্যানিটাইজার ও ১ শত পিপিই প্রদান করেন।

২য় দফায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন ১৫ শত পরিবারের মাঝে চাউল, ডাউল, আলু, পেয়াজ, সাবান, তেল-সহ খাদ্যসামগ্রী প্রদান করেন।

সর্বপ্রথম কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১১ হাজার ৯ শত মাস্ক, ১ কার্টুন পিপিই ও ১হাজারটি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

এপ্রিল ২৬, ২০২০ at ১৮:২১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএস/এএডি