গাইবান্ধায় ত্রাণের দাবিতে রাস্তায় ক্ষুধার্ত মানুষের অবস্থান

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে ত্রাণের দাবিতে রাস্তায় ক্ষুধার্ত মানুষ জন অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে ওই উপজেলার গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়কের ৭৫নং রেল গেইট সংলগ্ন এলাকায় এলাকাবাসী এ অবস্থান কর্মসুচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিক্ষুব্ধ লোকজনদের ত্রাণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে ত্রাণ প্রাপ্তির বিষয়টি সম্পর্কে বিক্ষুব্ধ লোকদের আশ্বস্ত করলে লোকজন বাড়ি ফিরে যায়।

অবস্থান চলাকালে বক্তব্য রাখেন সাদেক আলী, বাবু প্রামানিক, তারাজুল ইসলাম, মো. সাকা মিয়া, আবু সাঈদ, রফিক মিয়া, আব্দুর রউফ, তাজুল ইসলাম, হারুন চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ।

এপ্রিল ২৬, ২০২০ at ১৭:০৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসবি/এএডি