কোটচাঁদপুরে করোনা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সুপারের সচেতনতামূলক প্রচার

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও জনসাধারণকে নিরাপদে থাকার জন্য জনসচেতনতামূলক প্রচার ও ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোঃ মোহাইমিনুল ইসলামের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) সকালে পৌর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই জনসচেতনতামূলক প্রচার চালানো হয়।

ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে পৌর শহরের কাঁচা বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়িদের মাঝে জনসচেতনতামূলক প্রচার ও দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে লাল বৃত্ত দেওয়া হয়। এবং ক্রেতা ও বিক্রেতাদেও কে সর্তক অবস্থায় থেকে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

আরো পড়ুন
রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করুন
আকাশের ঠিকানায় চিঠি
করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল জানান, করোনাভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। আমাদের সকলকে সর্তক থাকতে হবে। নভেল করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে আহ্বান করেন। সেই সাথে সরকারি নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান। এসময় উপস্থিত ছিলেন, পৌর পুলিশের টিএসআই মোঃ ইউনুসসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।