নির্দেশ অমান্যে: দুই দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় দুই দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়গাংদিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসমাগম এড়াতে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষে সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগার আলীর নেতৃত্বে বুধবার দিনভর দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সন্ধ্যায় বড়গাংদিয়া বাজারে অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুটি স্টিল ও হার্ডওয়ার দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অপরাধে একটি ফার্নিচার দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের সময় ওই বাজারের পানের দোকান বন্ধ রাখার প্রতিশ্রুতির শর্তে তিন দোকানিকে সরকারি ত্রাণ সহায়তা দেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী। এ সময় প্রয়োজনীয় পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিল।