ঠাকুরগাঁয়ে একই পরিবারের ৫ জনের কেউ করোনা আক্রান্ত নন

গত কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং নদী পাহার এলাকায় একই পরিবারের ৫ জন সদস্যকে করোনা সন্দেহ করা হয়। পরে তাদের সবারই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে এবং ওই এলকার মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

পরবর্তীতে তাদের রক্ত ও লালার নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। রক্ত ও লালার নমুনা পরীক্ষা নীরিক্ষার পর আজ মঙ্গলবার জানা যায় তাদের কেউ করোনা আক্রান্ত নন। খবরটি ইউএনও ঠাকুরগাঁও সদর উপজেলা’র ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাসে নিশ্চিত করা হয় যে তারা কেউ করোনা আক্রান্ত নন।
আরও পড়ুন: কল পেয়ে গভীর রাতে খাবার নিয়ে হাজির ওসি

আজ মঙ্গলবার সকালে ইউএনও ঠাকুরগাঁও সদর উপজেলা’র ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস পোস্ট করে বলা হয়-ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাহাড় গ্রামের অসুস্থ ৫ জনের কেউই কোরোনা আক্রান্ত নন।তাই আজ থেকে সেখানে কোন পরিবার হোম কোয়ারেন্টাইনে থাকবে না।

দেশদর্পণ/এএ/এসজে