কোটচাঁদপুরে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে কোটচাঁদপুরে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশ প্রদান করা হয়।

করোনা ভাইরাস সর্তকতায় ও এর বিস্তার রোধে ২৬ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হওয়ার নতুন আরেক লক্ষণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটচাঁদপুরে সকল ওষুধের দোকান, ক্লিনিক ও হাসপাতাল, কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত সব ধরনের মার্কেট, শপিংমলসহ অন্য ব্যবসা প্রতিষ্ঠান ২৬ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে অবস্থান না করতে বলা হয়েছে।

করোনা ভাইরাস সতর্কতায় সরকারের যে কোন নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দেশদর্পণ/এমএমআর/এসজে