চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে ট্রাক ও যাত্রীবাহী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন

পুলিশ জানায়, লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে লবণবাহী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: করোনা: মৃত্যুপুরী ইতালিতে একদিনে মৃত্যু ৭৯৩

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর আরও জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছেন ১০ জন। এদের মধ‌্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জসিম উদ্দিন ও বেলাল উদ্দিন। তারা আপন দুই ভাই। তাদের বাড়ি বান্দরবানের আজিজ নগর ইউনিয়নের রোড পাড়ায়।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো সাত জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা বেশি গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

দেশদর্পণ/এমএম/এসজে