চট্টগ্রামে আজ বন্ধ হচ্ছে আন্তর্জাতিক সব ফ্লাইট

বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনাভাইরাস সামলাতে আজ শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হচ্ছে।

শনিবার (২১মার্চ) সকাল ৯ টায় বিষয়টি জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান।

সারওয়ার ই জামান বলেন, ‘আমাদের নয় রুটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে। করোনা পরিস্থিতি সামাল দিতে শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই নয়টি রুটের সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’
আরও পড়ুন: করোনা আতঙ্কের মধ্যে চলছে তিন আসনের ভোটগ্রহণ

তিনি আরও জানান, নন কমার্সিয়াল ফ্লাইট শাহ আমানতে আসতে পারবে, চালু থাকবে অভ্যন্তরীন বিমান চলাচল। তবে দেশের সবগুলো বিমান বন্দরে ১৮ টি দেশের সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট অবতরনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

দেশগুলো হচ্ছে – মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, আরব আমিরাত, ওমান, বাহারাইনসহ ১৪ টি দেশ। এছাড়াও তুরস্ক, ভারত, মালয়শিয়া, সিঙ্গাপুর।

এসব দেশের কোনো ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।

তিনি জানান, গতকাল শুক্রবার (২০ মার্চ) ফ্লাই দুবাই ও এয়ার এরাবিয়ার ফ্লাইটে যাত্রী এসেছেন চট্টগ্রামে।

আজও (শনিবার) এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট যাত্রী নিয়ে চট্টগ্রাম আসবে।

দেশদর্পণ/এমএম/এসজে