যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোতে নিহত ২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এক শক্তিশালী টর্নেডোতে অন্তত ২৫ জন নিহত ও বহু আহত হয়েছে। এ ছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি ও আশপাশের এলাকায় এ ঘূর্ণিঝড় আঘাত হানে।
আরও পড়ুন: ভয়ঙ্কর রূপ নেবে ডেঙ্গু

সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন। মঙ্গলবার শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম ন্যাশভিলের একটি ছোট্ট পৌর বিমানবন্দরের বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এই ঘূর্ণিঝড়ে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, ন্যাশভিলজুড়ে কমপক্ষে ৪০টি ভবন ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশদর্পণ/এসজে