করোনা মহামারী: দক্ষিণ কোরিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা

প্রাণঘাতী করোনাভাইরাস ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা  দক্ষিণ কোরিয়ায়। উৎপত্তিস্থল চীনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ১৭ জন।

চীনের বাইরে অন্য কোনও দেশে এত মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হননি। চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন। মারা গেছেন ৩৫ জন। চীনে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮৭০ জন।
আরও পড়ুন: দিল্লিতে মুসলিমদের ওপর নিপীড়ন, হত্যার প্রতিবাদে মানববন্ধন

চীনে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন হুবেই প্রদেশে। গত ডিসেম্বরে এই অঞ্চল থেকেই ভাইরাসটি ছড়িয় পড়ে। হুবেইতে এখন পর্যন্ত ২ হাজার ৭৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ায় নতুন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৯০ শতাংশ ডেইগু শহরের।

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনও প্রতিষেধক কিংবা ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।

দেশদর্পণ/এসজে