`প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কাজ করছে সরকার’

জাতীয় প্রতিবন্ধী সংস্থার উপ-পরিচালক (বাস্তবায়ন) শেখ মোহাম্মদ মোত্তালিব বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিবন্ধী শিশুরা আজ সমাজের অবহেলিত নয়। তাদের শিক্ষা সহ সব ধরনের সহায়তা বর্তমান সরকার করেছেন।

বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আরও পড়ুন: চৌগাছায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মুজিবীয় ক্রেস্ট প্রদান

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিবন্ধী ফাউন্ডেশনের উপ-পরিচালক (পরিকল্পনা) শেখ ড. রাজীব হাসান, পরিকল্পনা ফাউন্ডেশনের মোঃ এনামুল হক, সাবেক চেয়ারম্যান খন্দকার রমজান আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিহাদ সরদার, দাতা সদস্য তাহমিনা খাতুন, প্রধান শিক্ষক মাহবুব মোর্শেদ, শিক্ষক সিরাজুম মনিরা, নুরুল ইসলাম, রিফা খাতুন, মাসুদ রহমান, বেবী খাতুন, গোলাম রব্বানী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদান পদ্ধতির উপর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

দেশদর্পণ/এসআই/এসজে