চৌগাছায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মুজিবীয় ক্রেস্ট প্রদান

যশোরের চৌগাছায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে মুজিববর্ষের অঙ্গীকার, শিক্ষা মোদের অধিকার স্লোগানে ২০১৯ সালের পিএসসি পরীক্ষায় জি পিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মুজিবীয় ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলার মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বরুপদাহ ইউনিয়নের ২০জন শিক্ষার্থীর মাঝে বেগম মনোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে মুজিবীয় ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ও বেগম মনোয়ারা ওয়েলয়োর ট্রাস্টের সত্ত¡াধিকারী ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।
আরও পড়ুন: একনেকে ৩ হাজার কোটি টাকার অনুমোদনে রাসিকের শোভাযাত্রা

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, মাশিলা ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ্জুত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান বিশ্বাস, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুর রহমান, জাকির হোসেন খান, চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের পত্রিকা বিষয়ক সম্পাদক খান টিপু সুলতান।

দেশদর্পণ/এমআই/এসজে