ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক ছাত্রের মৃত্যু

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে সারোয়ার জাহান প্রিন্স (১৮) নামের এক পলিটেকনিক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহরমপুর এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সারোয়ার জাহান প্রিন্স নগরীর মতিহার থানাধিন কাজলা এলাকায় মোঃ আনোয়ারুল ইসলাম মামুনের ছেলে।

নিহত সারোয়ার চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতেন। ছুটিতে বাড়ি এসেছিলেন। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল বলেন, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার লেভেল ক্রসিং অরক্ষিত। সেখানে কোনো গেটম্যান নেই। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে ওই লেভেল ক্রসিং পার হচ্ছিলেন সারোয়ার। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল ডাউনট্রেন তাকে সরাসরি ধাক্কা দেয়।
আরও পড়ুন: চলন্ত গাড়ী থেকে ছুঁড়ে ফেলে দিল ৭ মাসের শিশুকে

এতে মোটরসাইকেলসহ সারোয়ার ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ট্রেনটি সারোয়ার ও তার মোটরসাইকেলকে প্রায় ১০০ গজ সামনে টেনে নিয়ে যায়। এতে ট্রেনের চাকায় সারোয়ারের মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে এবং থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন , নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান। তাই তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি নিয়ে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

দেশদর্পণ/এমআরআর/এসজে