যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় কালীগঞ্জে ক্রীকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বার্ষিক কর্মসূচির আওতায় কালীগঞ্জে মাসব্যাপী ক্রীকেট প্রশিক্ষন ক্যাম্প’ এর উদ্ধোধন করা হয়েছে।

সোমবার বিকালে সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। এ সময় ক্ষুদে ক্রীকেট খেলোয়াড়দের হাতে ব্যাট বল ও জার্সি তুলে দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভািেপত্ব অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অনুর্ধ-১৭ খুলনা বিভাগীয় দলের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন, ঝিনাইদহ চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি নাসিম উদ্দিন, কালীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।

মুজিব জন্মশতবার্ষিকীতে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও কালীগঞ্জ ক্রীড়া সংস্থার তত্বাবধানে মাসব্যাপী ৩০ জন উঠতি নতুন খেলোয়াড়কে প্রশিক্ষন দেওয়া হবে।
আরও পড়ুন: ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব শুরু

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সম্পাদক সাংবাদিক জামির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, প্রশিক্ষক সাইদুর রহমান শাহিন, মশিউর রহমান নয়ন, ক্রীড়া ফেডারেশনের সদস্য সাখাওয়াৎ হোসেন, আশিকুর রহমান সোহাগ, দিলিপ সাহা ও ভ’ষনস্কুলের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন ওয়াসিম প্রমুখ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর সিদ্দিকী ও নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা মাঠে উপস্থিত হয়ে ব্যাটে বল মেরে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন ঘোষনা করেন।

দেশদর্পণ/কেএল/এসজে