বরকে খাবার দিতে দেরি হওয়ায় কনের ভাইকে মারধর, ভেঙ্গে গেল বিয়ে

চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের অনুষ্ঠানে বরকে খাবার দিতে দেরী হওয়ায় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি লেগে যায়। এতে কনের ভাইকে মারধর করেছে বর পক্ষের লোকজন। ফলে ভেঙ্গে যায় বিয়ে। এক পর্যায়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ির রবিউল হোসেনের ছেলে মোঃ রুবেলের সাথে বাঁশখালী বেলগাঁও গ্রামের আব্দুল মোতালবের মেয়ে শাবনুর আকতারের সাথে বিয়ে ঠিক হয়। বিয়েতে ৩০০ বরযাত্রী খাওয়ানোর কথা ছিল। গতকাল বিয়ের অনুষ্ঠান ঠিকঠাকভাবে চলছিল। বিকাল ৩টার দিকে বর আসে। বরকে এবং বরের মাকে খাবার দিতে দেরী হওয়ায় বরের ভাই সোহেল কনের ভাইকে মারধর শুরু করে। এক পর্যায়ে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আরও পড়ুন: যশোর-৬ আসনে শাহীন চাকলাদারসহ শূন্য হওয়া সংসদীয় আসনে আ. লীগের মনোনীত যারা

কনের মামা গুরু মিয়া বলেন, এধরনের ঘটনা নজিরবিহীন। খাওয়ার জন্য মানুষ এ ধরনের কাজ করতে পারেনা। বরকে ভাত দিতে দেরী হওয়ায় তার ভাই এ কান্ড করেছে। আমাদের কয়েক জনকে মেরে আহত করেছে। ওদের আচরন দেখে আমরা মেয়ে বিয়ে দিই কি করে।

ঘটনার ব্যাপারে বরের ভাই সোহল বলেন, ভাত দিতে দেরী হওয়ায় একটু কথাকাটাকাটি হয়েছে। এইজন্য নাকি ওরা মেয়ে দিবে না।

এই প্রসঙ্গে আনোয়ারা থানার এস আই শামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি শান্ত করি। আগামী মঙ্পলবার ১৮ তারিখ থানায় দুপক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করব।

দেশদর্পণ/এমএম/এসজে